আয়তনের ওপর গৃহকর নেয়ার দাবি

সুরক্ষা পরিষদের ওয়ার্ড অভিযাত্রা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ১০:১৭ পূর্বাহ্ণ

বাড়ি ভাড়ার ওপর গৃহকর নির্ধারণী বিধি বাতিল ও আয়তনের ওপর গৃহকর নেয়ার দাবিতে সুরক্ষা পরিষদের ওয়ার্ড অভিযাত্রা অব্যাহত আছে। গতকাল ফিরিঙ্গিবাজার, আলকরণ, বক্সিরহাট, আছদগঞ্জ, খাতুনগঞ্জ, কোরবানিগঞ্জ, মিয়াখান নগর, কালা মিয়া বাজার, রাহাত্তারপুল, বড় কবরস্থান, মাইজপাড়া, বজ্রঘোনা, ওয়াইজর পাড়া, খাজা রোড, বহদ্দারহাট ও চকবাজার পরিক্রমণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ প্রচারপত্র বিতরণ, পথসভা ও স্থানীয় ভবন মালিকদের সাথে মতবিনিময় করেন। পথসভায় নেতৃবৃন্দ বলেন, মেয়রের উচিত জনগণের ভোগান্তির কথা ভেবে দৈর্ঘ্য-প্রস্থ গুণ করে নাগরিকদের স্বনির্ধারণী পদ্ধতিতে গৃহকর পরিশোধের ঘোষণা দেয়া, ঘুষ বাণিজ্যের আপিল বসানো নয়। আপিলের নামে কর্পোরেশন ইতিমধ্যে ২০০ কোটি টাকার ঘুষ বাণিজ্য করে নগরবাসীর পকেট শূন্য করেছে। নেতৃবৃন্দ আপিলের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান।

অভিযাত্রায় উপস্থিত ছিলেন করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি মো. নুরুল আবছার, সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুহম্মদ অমির উদ্দিন, সুরক্ষার নেতা আরশাদ হোসেন, মাসুদ মুন্না, হাজি খয়রাতুজ্জামান ও আবদুল্লাহ আল আমিন খয়রাত আলী।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোর দ্বিবার্ষিক নির্বাচন
পরবর্তী নিবন্ধআধারমানিক সদ্ধর্মালো ভাবনা কুঠিরে কঠিন চীবর দান