আয়কর রিটার্ন দাখিল ৩০ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করার আবেদন

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ৪:৪১ পূর্বাহ্ণ

করোনাভাইরাস মানুষের জীবনের স্বাভাবিক চলাফেরা ওলট-পালট করে দিয়েছে, ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য মন্দার ভাব থেকে কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে করোনাভাইরাসের ২য় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে, অনেক ছোট ছোট ব্যবসায়ী টাকার অভাবে ব্যবসা ছেড়ে অন্য পেশায় চলে গিয়েছেন। অনেক পরিবার শহর ছেড়ে গ্রামে চলে গিয়েছে, অনেক জনকে কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসা ঘুরে দাঁড়ানোর জন্য কম সুদে প্রণোদনা ঘোষণা করেছে, এগুলো এখনো চলমান প্রক্রিয়াধীন আছে, তাই দীর্ঘ দুইমাস লকডাউনের মধ্যে ছিল ব্যবসায়ীরা, পবিত্র রমজান ব্যবসায়ীদের একটা ব্যবসার মাস সেখান থেকে বঞ্চিত হয়েছে, তাই আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট আকুল আবেদন করছি, প্রতি বছর ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় হয়ে থাকে, এই বছর তা বাড়িয়ে ৩০ ডিসেম্বর করলে ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। আসুন সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক পরে চলাফেরা করি, সামাজিক দূরত্ব বজায় রাখি।
মোঃ জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি নুপুর মার্কেট বণিক সমিতি চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআঁদ্রে মালরো : মুক্তিযুদ্ধে ভিনদেশী সহযোদ্ধা
পরবর্তী নিবন্ধসুন্দর আগামীর বাসনা