করদাতাদের সুবিধার্থে ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। আয়কর অধ্যাদেশ অনুযায়ী ৩০ নভেম্বর মঙ্গলবার ছিল রিটার্ন দাখিলের শেষ দিন। এদিন জমা দেওয়ার সময় রাত আটটা পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যেই এনবিআর এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে। খবর বিডিনিউজের।
এনবিআরের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) সৈয়দ এ মুমেন জানান, করদাতাদের সুবিধার্থে জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। করোনাভাইরাস মহামারীর কারণে এবারও আয়কর মেলার পরিবর্তে কর অঞ্চলগুলোতে মাসব্যাপী কর সেবা দেওয়া হয় গত ১ নভেম্বর থেকে। ৩০ নভেম্বর এ সেবা শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার শেষ মুহূর্তে এনবিআর সময় বাড়ানোতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কর অঞ্চলগুলোতে সেবা দেওয়া হবে।