করোনা মহামারির কারণে গত দুই বছর মেলার আয়োজন করেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এ বছর করোনা পরিস্থিতির উন্নতি হলেও হচ্ছে না আয়কর মেলা। মেলা না হলেও মেলার আদলে আজ থেকে শুরু হচ্ছে ‘আয়কর তথ্য সেবা মাস’। চট্টগ্রামের চারটি কর অঞ্চল প্রাঙ্গণে বুথ বসিয়ে ৩০ নভেম্বর পর্যন্ত মেলার মতোই করসেবা দেয়া হবে জানিয়েছেন আয়কর কর্মকর্তারা।
জানা গেছে, করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। রেজিস্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে নতুন করদাতারা রেজিস্ট্রেশন ও বর্তমান করদাতারা রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। করদাতাদের আয়কর রিটার্ন, টিআইএন আবেদন এবং চালান ফরম প্রদান করা হবে। এছাড়া ই-পেমেন্টের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন।
আয়কর বিভাগের কর্মকর্তারা জানান, আয়কর সম্পর্কে ভীতি দূর, কর সচেতনতা বৃদ্ধি ও আরো নিবিড় করসেবা প্রদানের জন্য এনবিআর গত ২০২০ সালে প্রথম বারের মতো নভেম্বর মাসকে করসেবা মাস ঘোষণা করে। করসেবা মাসে প্রতিটি কর অঞ্চলে মেলার আদলে করসেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি কর অঞ্চলের ওয়েবসাইটে আয়কর সংক্রান্ত বিভিন্ন ফরম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকা, ভিডিও টিউটোরিয়ালসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য থাকবে।
জানতে চাইলে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার ইকবাল বাহার দৈনিক আজাদীকে বলেন, আয়কর তথ্য সেবা মাস উপলক্ষে পুরো নভেম্বর মাস জুড়ে করদাতাদের বিভিন্ন করসেবা দেয়া হবে। আমাদের প্রত্যেক মাসে কর আদায়ের একটা লক্ষ্যমাত্রা থাকে। তবে করসেবা মাসের আলাদা করে কোনো লক্ষ্যমাত্রা নেই। আমরা আশা করি করদাতারা স্বত:স্ফূর্তভাবে সেবা নিবেন।