আড়ালে থাকার কারণ জানালেন বিপ্লব

| রবিবার , ১ মে, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

 

দীর্ঘ পাঁচ বছর পর চোখের দেখা দিলেন প্রমিথিউস ব্যান্ডের ভোকাল বিপ্লব। ঈদ উপলক্ষে চ্যানেল ২৪এর ‘কালার্স ২৪’ নামের অনুষ্ঠানে অতিথি হয়ে অনলাইনে যুক্ত হয়েছিলেন তিনি। যেখানে তিনি বলেছেন, পাঁচ বছর আড়ালে থাকার কারণ। খবর বাংলানিউজের।

ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময় বিপ্লব কেন হঠাৎ পাড়ি জমিয়েছেন আমেরিকায়? কারও ওপর ছিল কি কোনো রাগক্ষোভঅভিমান? এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন এই সংগীতশিল্পী। শুধু তাই নয়, এ অনুষ্ঠানে গিটার হাতে গেয়েছেন নিজের জনপ্রিয় গান। নাজমুল আলম রানার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাহরিন জেবিন।

এদিকে, ঈদ উপলক্ষে বিপ্লবের নিজস্ব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘জেট লাগ ভালোবাসা’ শিরোনামের একটি গান। ডুয়েট যে গানে তার সহশিল্পী তানজিনা রুমা। অনুষ্ঠানে গানটির তৈরির পেছনের গল্প নিয়েও কথা বলেন বিপ্লব ও তানজিনা রুমা।

পূর্ববর্তী নিবন্ধঈদুল ফিতর মুসলিম উম্মাহর গৌরবময় সংস্কৃতি
পরবর্তী নিবন্ধঈদে এক টিভি চ্যানেলেই ৭ সিনেমা