নগরীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলেন টেকনাফের পানখালি গ্রামের ভুলু মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫) এবং টাঙ্গাইলের মাহমুদ নগর এলাকার আবু সাইদ মোল্লার ছেলে মো. আব্দুল্লাহ (২৫)। গতকাল বুধবার তাদের আটক করা হয়।
জানা গেছে, কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকা থেকে জসিম উদ্দিনকে আটক করা হয়। তার কাছে ১ হাজার ৯৯০ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া ডবলমুরিং থানাধীন হোসেন শহীদ সোহরাওয়ার্দী রোড থেকে আটক হন মো. আবদুল্লাহ। তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মামলা হয়েছে।












