করোনা সংকট শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নন্দিত অভিনেত্রী, নাট্যকার, নির্মাতা ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। দীর্ঘ আড়াই বছর পর গত ২ এপ্রিল ঢাকায় ফিরেছেন তিনি। তবে স্বামী-সন্তান যুক্তরাষ্ট্রে রয়েছেন। দেশে ফেরার অনুভূতি ব্যক্ত করে বিপাশা হায়াত বলেন, অনেক ভালো লাগছে। দেশ তো মায়ের মতো, আমার মাকে যেমন ভালোবাসি, দেশের প্রতিও তেমন অনুভূতিই কাজ করে। একবার মনে হয়েছে হয়তো আমি দেশেই ছিলাম, আবার মনে হচ্ছে সময়ের কাঁটা কেউ ঘুরিয়ে দিয়েছেন। তবে নিজের ভাষা, পরিবার ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হচ্ছে, বেশ ভালো লাগছে।
তবে বেশি দিন ঢাকায় থাকবেন না বিপাশা। আর এজন্য স্বামী-সন্তানকে বিদেশে রেখে এসেছেন। বিশেষ একটি কাজে তার ঢাকায় ফিরে আসা। এ বিষয়ে বিপাশা হায়াত বলেন, একটা উদ্দেশ্য নিয়েই ঢাকায় এসেছি। আর তা হলো আমার একটি একক চিত্রপ্রদর্শনী হবে রাজধানীর গ্যালারি চিত্রকে। আগামী ১৬ এপ্রিল থেকে এটি শুরু হবে, চলবে ঈদের আগ পর্যন্ত। মূলত এ কারণেই দেশে এসেছি। তবে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার বিষয়টিও ছিল, বেশ আনন্দেই সময় কাটছে।
করোনা সংকটের পুরো সময়টা যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন বিপাশা। আর এসময় চিত্রকর্মগুলো করেছেন তিনি। আর সেসব ছবি নিয়েই এই একক চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছেন এই অভিনেত্রী। জানা যায়, এটি তার সপ্তম একক প্রদর্শনী। এতে ২০০টির বেশি ছবি স্থান পাবে। প্রদর্শনীর জন্য এসব চিত্রকর্ম উন্মুক্ত রাখা হবে।