আড়াই বছর অপেক্ষার পর

| বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

আসছে সংগীতশিল্পী তপুর নতুন গান। এর শিরোনাম ‘পৃথিবী ঘুমাক’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
আর সংগীতায়োজনে আছেন রাফা। আগামী ১০ ফেব্রুয়ারি গানটি ইউটিউবে অবমুক্ত হবে। ফলে তপু ভক্তদের অপেক্ষা শেষ হচ্ছে। আড়াই বছর পর আসছে তার নতুন গান।
‘এক পায়ে নূপুর’-খ্যাত এই সংগীতশিল্পী বললেন, ‘করোনার সময় আমরা প্রায় সবাই ঘরবন্দি ছিলাম। ওই সময় অনুভব করলাম, আমরা পৃথিবীকে দিইনি কিছুই। শুধু তো নিয়েই গেলাম। এমন ভাবনা থেকেই গানের কথাগুলো তৈরি। আর শ্রোতারা আমার কাছে যে ধরনের মেলোডি প্রধান গান শুনতে চান, এটি তেমনই। তবে এর ভিডিওতে ভিন্নতা আনা হয়েছে। পিনু রহমানের স্থিরচিত্র দিয়ে অ্যানিমেশন করা হয়েছে। এতে আমার সঙ্গে কোরাস গেয়েছেন রাফা।’
জানা যায়, আগামী ১০ ফেব্রুয়ারি ‘পৃথিবী ঘুমাক’ গানটি প্রকাশিত হবে জি-সিরিজ ও রাফার ইউটিউব চ্যানেলে। এদিকে, তপু জানালেন, শুধু এটিই নয়, আরও কয়েকটি গানের কাজ ‘ঘরবন্দি’ সময়ে তিনি করেছেন। যা ধীরে ধীরে প্রকাশের পরিকল্পনা করছেন এ শিল্পী।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০০.৮৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধহঠাৎ কেন বধূবেশে