বঙ্গোপসাগরের উপকূল এবং নগরের আকমল আলী ঘাট থেকে আড়াই মেট্রিক টন ইলিশ, চারটি ফিশিং বোট ও ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। গতকাল মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে এসব মাছ ও বোট জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধকালীন সময়ে সাগরে মাছ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বোট মালিকদের ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, নৌবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সোহরাব উদ্দিন ও মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান।