জোনাকির আলো, মৃদুমন্দ বাতাস।
বাঁশের ঝোপেঝাড়ে লক্ষ্মী পেঁচা দেয় আহুতি।
নিশিথের আঁচলে গেঁথে যায় বোহেমিয়ান
জীবনের বেওয়ারিশ স্বপ্নগুলো।
আঙুলের ফাঁকে আঙুল খোঁজে রোজ।
মিশে যেতে চাই পাহাড়ের বুকে
পাগলা ঝোরার মতো,
ইচ্ছেগুলো দুর্ধর্ষ অশ্বের মত ছুটে চলে অজানা গন্তব্যে।
শব্দের তরঙ্গের উচ্ছ্বাস থেমে গেছে
সেই কোনো এক আবীর মাখা সন্ধ্যায়।
তাই লাবণ্যহীন ভালোবাসায় ধরেছে মরিচা,
বিমর্ষতায় বিষণ্নতা ভর করে চোখের পাতায় পাতায়,
শ্রাবণ যেন ফুরাতে চায় না, ঝরে অবিরাম,
কূল ছাপিয়ে ডুবিয়ে দেয় অমরাবতীর ঘাট।







