আহসানউল্লাহ চৌধুরী আজীবন মেহনতি মানুষের জন্য লড়াই-সংগ্রাম করেছেন

স্মরণ সভায় মোহাম্মদ শাহ আলম

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক প্রেসিডিয়াম সদস্য আহসানউল্লাহ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিপিবির প্রাক্তন সভাপতি মোহাম্মদ শাহ আলম চট্টগ্রাম বন্দরসহ দেশের সম্পদ সাম্রাজ্যবাদী গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার চক্রান্তষড়যন্ত্র প্রতিরোধে দেশবাসীকে বৃহত্তর ঐক্য গড়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সিপিবিচট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে শোকসঙ্গীত পরিবেশন করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীরা। চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সভায় শোকপ্রস্তাব পাঠ করেন জেলা কমিটির সদস্য অধ্যাপক শীলা দাশগুপ্ত। বক্তব্য রাখেনসিপিবির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী ও মো. মছিউদ্দৌলা, ট্রেড ইউনিয়ন নেতা মাহবুব মিন্টু, শিশুকিশোর সংগঠক রথীন সেন, পেশাজীবী নেতা প্রকৌশলী দেলোয়ার মজুমদার, নারীনেত্রী রেখা চোধুরী, যুবনেতা মো. শাহআলম, ছাত্রনেতা শুভ দেবনাথ, বাসদ (মার্ক্সবাদী) নেতা শফি উদ্দীন কবির আবিদ, ন্যাপ নেতা মিটুল দাশ গুপ্ত, গণমুক্তি ইউনিয়নের নেতা রাজা মিয়া, বীর মুক্তিযোদ্ধা উদয়ন নাগ এবং আহসান উল্লাহ চোধুরীর মেয়ে লোপা চৌধুরী। সভায় মোহাম্মদ শাহ আলম বলেন, আহসানউল্লাহ চৌধুরী পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশে সকল আন্দোলনসংগ্রামের চেতনার দীপ্ত মশাল। আজীবন তিনি কৃষক, শ্রমিক, গরীব, মেহনতি মানুষের জন্য লড়াই করেছেন। মুক্তিযুদ্ধের পর বিধ্বস্ত চট্টগ্রাম বন্দরকে দ্রুততম সময়ের মধ্যে সচল করার ক্ষেত্রে উনার ভূমিকা ছিল। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শ্রমিকদের সংগঠিত করে তিনি দিনের পর দিন রাজপথ দখলে রেখে আন্দোলনকে বেগবান করেছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা অয়েল পিএলসির বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধমানুষের হৃদয়ে খালেদা জিয়া অনন্তকাল বেঁচে থাকবেন