বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শুক্রবার বাদে তারাবিহ অভিজাত কমিউনিটি সেন্টার নাসিরাবাদ কনভেনশন হলে হযরত মাওলা আলী শেরে খোদার (রাদ্বি) ওফাত বার্ষিকী উপলক্ষে ২৮ তম কিয়ামুল লাইল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম মহানগর সহ সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন– বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় কো চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন– বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন– বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন–অধ্যক্ষ মাওলানা কাজী আবদুল হান্নান, উপাধ্যক্ষ মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ, এস এম আবদুল করিম তারেক, মাস্টার আনোয়ারুল আজিম, আল্লামা মুজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, অধ্যক্ষ আল্লামা শামসুদ্দোহা, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যাংকার আনোয়ারুল আজিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন– মাওলানা মোহাম্মদ ওয়াহেদ মুরাদ। স্বাগত বক্তব্য রাখেন– মাওলানা মহিউদ্দিন তাহেরী। বক্তব্য রাখেন– ডা. হাসমত আলী তাহেরী, অধ্যক্ষ মাওলানা জানে আলম নেজামী, মওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, মাওলানা আবদুল মালেক আশরাফী, শাহজাদা মঈনউদ্দীন সঞ্জরী প্রমূখ।