আহলে সুন্নাতের ওলামা মাশায়েখ সম্মেলন আজ

| বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

আজ বিকেলে নগরীর বহদ্দারহাটস্থ আর বি কনভেনশন হলে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের ওলামা মাশায়েখ সম্মেলন। সম্মেলনকে সফল করতে গতকাল বুধবার আরবি কনভেনশনের সেমিনার কক্ষে আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ বৃহত্তর চট্টগ্রাম জেলার চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আল্লমা হাফেজ মুহাম্মদ সোলেমান আনসারীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী, মহাসচিব আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, স্ট্যান্ডিং কমিটির সদস্য অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, অধ্যক্ষ মুহাম্মদ তৈয়ব আলী, আল্লামা শাহ নুর মোহাম্মদ আল কাদেরী, আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ, গাউসিয়া কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল হক চৌধুরী, মহাসচিব শাহজাদ ইবনে দিদার প্রমুখ। সভায় নেতৃবৃন্দ সম্মেলন সফল করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা মো. সোলাইমান
পরবর্তী নিবন্ধনূর মোহাম্মদ আলকাদেরী (রহ.)’র ৪৪তম ওফাত বার্ষিকী আজ