মাওলানা রইস উদ্দীন হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে গত বুধবার নগরীর মুরাদপুর চত্বরে ইমাম সংস্থার অন্যতম উপদেষ্টা মুফতি ওমাইর রজভীর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইমাম সংস্থার জেনারেল সেক্রেটারি মাওলানা ইকবাল হোসোইন আল কাদেরীর সঞ্চালনায় সমাবেশে ইমাম সংস্থার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন– মাওলানা সাঈদ কাজেমী, মাওরানা ইমরান হাসান, মুফতি ইয়াকুব হোসাইন, মাওলানা মুখতার আহমদ রজভী, মাওলানা সৈয়দ আবু নাওসাদ নাঈমী, মাওলানা জয়নাল আবেদীন কাদেরী, মুফতি গোলাম কিবরিয়া, মাওলানা শরফুদ্দিন আকবরী, মাওলানা রায়হান কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।