আহলে বায়াত ও সাহাবাদের প্রতি পূর্ণ আনুগত্যই সুন্নিয়তের মাপকাঠি

আহলে সুন্নাত ওয়াল জামাআতের ওলামা মাশায়েখ সম্মেলন

| শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ চট্টগ্রাম জেলার আয়োজনে ওলামা মাশায়েখ সম্মেলনে বক্তারা বলেছেন, ইসলামের নামে আজ নানা ভ্রান্ত গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। এরা বক্তব্য ও লেখনীর মাধ্যমে বিকৃত মতাদর্শই ইসলামের নামে চালিয়ে দিয়ে সরলপ্রাণ মানুষকে পথহারা করছে। অথচ আহলে বায়তে রাসূল (দ.), খোলাফায়ে রাশেদিন এবং নিষ্কলুষ সাহাবায়ে কেরামের প্রতি পরিপূর্ণ ভালোবাসা ও আনুগত্য প্রদর্শনই সুন্নিয়তের মানদণ্ড এবং মাপকাঠি।
গতকাল বৃহস্পতিবার নগরীর বহদ্দারহাটস্থ একটি কনভেনশনে হলে অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আল্লামা হাফেজ সোলাইমান আনসারী। সম্মেলনে আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা কাযী মঈন উদ্দিন আশরাফীর ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারপূর্বক বিচারের মুখোমুখি করার জোর দাবি জানানো হয়। আল্লামা জালাল উদ্দিন আল-আযাহারী ও মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ’র সঞ্চালনায় শুরুতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফী। স্বাগত বক্তব্য রাখেন আল্লামা শাহ নুর মুহাম্মদ আল কাদেরী। বক্তব্য রাখেন-অধ্যক্ষ আল্লামা মুফতি অছিয়র রহমান কাদেরি, আব্দুশ শাকুর রায়হান আজিজী, আল্লামা মুফতি কাযী আব্দুল ওয়াজেদ, আল্লামা হাফেজ আশরাফুজ্জমান কাদেরি, আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলাহ, আল্লামা এম এ মান্নান, আল্লামা এম এ মতিন, অধ্যক্ষ আল্লামা আব্দুল আলিম রেজভি, অধ্যক্ষ আল্লামা মুফতি হারুনুর রশীদ আশরাফি, মুহাম্মদ আলী জাহাগিরি, অধ্যক্ষ ড. ইসমাইল নোমানী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, আনোয়ারুল হক, অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ, শাহজাদ ইবনে দিদার, আল্লামা ড. লিয়াকত আলী, উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম ফজলুল হক, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, ড. হাফিজুর রহমান, মুফতি আবদুল কাইয়ুম হোসাইনী, অধ্যক্ষ আল্লামা খলিলুর রহমান নেজামি, অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আল কাদেরী, আল্লামা জালাল উদ্দীন আযহারি, গোলামুর রহমান আশরফ শাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চা শ্রমিকদের মিছিল-সমাবেশ
পরবর্তী নিবন্ধজাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে আসতে হবে