চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় দশদিনব্যাপী আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে ও মহররমের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে গতকাল তৃতীয় দিন শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজ রোড সংলগ্ন এইচ এম ভবন চত্বরে। এতে সভাপতিত্ব করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সাহিদুল আলম।
প্রধান আলোচক ছিলেন আশেকানে আউলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইউসুফ আল কাদেরী। আলোচক হিসেবে ছিলেন তাহের মনজুর সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম, তৈয়বিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ ইউনুছ রজবী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আরবি সনের প্রথম মাস হলো মহররম। এই মাসের আরেকটি দিন হচ্ছে ১০ মহররম অর্থাৎ আশুরা। এটি একটি মহিমান্বিত দিন। এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অনেক। একই সাথে আহলে বায়তের উপর স্মৃতিচারণ, মহানবীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন, মহানবী ও তাঁর পরিবারকে স্মরণ, খোলাফায়ে রাশেদীনের জীবনাদর্শ অনুসরণসহ আহলে বায়তকে হৃদয়ে লালন করা, মহানবীর দেখানো পথে নিজের জীবনকে পরিচালিত করাই হলো প্রকৃত মুমিনের কাজ। প্রেস বিজ্ঞপ্তি।











