আহলা দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল আজ

| সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

আজ সোমবার বোয়ালখালীর আহলা দরবার শরীফ প্রাঙ্গনে গাওছুল আজম শেখ সোলতান মহিউদ্দিন আব্দুল কাদের (রা.) জিলানী ওয়া গিলানী আল আরবী আল ইরাকীর পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল। এতে খ্যাতিমান ওলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করিবেন। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, কেরাত, হামদ-না’ত, ইসলামী গজল, দরুদ শরীফ জিকিরের মজলিশ ও আখেরি মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রেজিস্ট্রেশন উন্মূক্ত
পরবর্তী নিবন্ধগার্মেন্ট টিইউসির শ্রমিক নেতা দিলীপ নাথ স্মরণসভা