আহলা দরবার শরীফে ওরশ মাহফিল আজ থেকে শুরু

| শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১০:১০ পূর্বাহ্ণ

বোয়ালখালী আহলা দরবার শরীফ প্রাঙ্গণে আল্লামা শাহ্‌ছুফী হযরত মাওলানা আবুল মোকারম মোহাম্মদ নুরুল ইসলাম (রঃ) ও হযরত মাওলানা শাহছুফী মোহাম্মদ মাজহারুল ইসলাম (রঃ) এর তিন দিনব্যাপি পবিত্র ওরশ মাহফিল আজ থেকে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে।এতে খ্যাতনামা ওলামায়ে কেরামগণ ওয়াজ নছিহত করবেন। কর্মসূচির মধ্যে রয়েছেঃ খতমে পাক কোরআন, কেরাত, হামদ, নাত, ইসলামী গজল, দরুদ শরীফ জিকীরে মজলিস। সর্বশেষ বাংলাদেশ ও বিশ্ব মুসলিম উম্ম্যাহ সুখশান্তি সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার আজ
পরবর্তী নিবন্ধহযরত আহমদ ছাফা (রহঃ) ইবতেদায়ী মাদরাসায় সভা