মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহছুফী ছৈয়দ দিদারুল হক মাইজভান্ডারীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বোয়ালখালীর আহলা দরবার শরীফের শাহজাদাগণ। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় শাহজাদাগণ পবিত্র ধর্ম ইসলামের প্রচার ও প্রসারে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।