বোয়ালখালী আহলা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক ওরশ মাহফিলের দ্বিতীয় দিনে কর্মসূচি গতকাল সোমবার মাওলানা শাহসুফি গাজী আবুল মুকারম মুহাম্মদ নুরুল ইসলাম (র.) কুদ্দাছীর রহুল আজীজে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, কেরাত, হামদ, নাত, গজল, দরুদ শরীফ ও আখেরি মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।