আহলা দরবারে ওরশ মাহফিল

| মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:০৬ পূর্বাহ্ণ

বোয়ালখালী আহলা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক ওরশ মাহফিলের দ্বিতীয় দিনে কর্মসূচি গতকাল সোমবার মাওলানা শাহসুফি গাজী আবুল মুকারম মুহাম্মদ নুরুল ইসলাম (র.) কুদ্দাছীর রহুল আজীজে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, কেরাত, হামদ, নাত, গজল, দরুদ শরীফ ও আখেরি মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার পার্বত্য চট্টগ্রামের প্রতি যথেষ্ট আন্তরিক : দীপংকর এমপি
পরবর্তী নিবন্ধমাসুদ রানার ২৬০ বইয়ের স্বত্ব আবদুল হাকিমের : হাই কোর্ট