বোয়ালখালীর আহলা দরবারের পীর ফকির মাওলানা মজহারুল ইসলাম প্রকাশ ইসলাম মাওলার ৩৯তম ওরশ আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আহলা দরবারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে রয়েছে গিলাপ পরিধান, নিয়াজ কোরবানি, খতমে কোরআন ও তাবারুক বিতরণ। আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া খেদমত পরিষদের প্রধান উপদেষ্টা ও আহলা দরবারের শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুবউদ্দিন রাসেল কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।