গাজী আল্লামা মৌলানা শাহছুফী আবুল মোকাররম মোহাম্মদ নুরুল ইসলাম (র:) ও আল্লামা মাওলানা শাহসূফী মাজাহারুল ইসলামের (র:) ওফাত দিবস উপলক্ষে তিনদিনব্যাপী ওরশ মাহফিল গত ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর বোয়ালখালী আহলা দরবার শরীফ প্রাঙ্গণে সম্পন্ন হয়।
এতে মুসলিম উম্মাহ ও বিশ্বের শান্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন শাহজাদা আবরার ইবনে শিহাব উদ্দিন খালেদ (র.) শাহজাদা মুফতি মৌলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন ও শাহসূফী মুহাম্মদ এমদাদুল ইসলাম।
তিন দিনের ওরশ মাহফিলে কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, কেরাত, হামদ, নাত, ইসলামী গজল, জিকিরের মজলিস, দরুদ শরীফ, হুজুরের জীবনী আলোচনা ও মুনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।