আহলা দরবারের ওরশ শুক্রবার

| বুধবার , ১০ মে, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

আগামী শুক্রবার (১২ মে) বোয়ালখালীর আহলা দরবার শরীফ প্রাঙ্গণে শাহ সুফী মাওলানা কাজী আছাদ আলী শাহ (.) এর ওরশ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশের খ্যাতনামা ওলামা মাশায়েখগণ ওয়াজ নছিহত করবেন। দেশের জেলা, উপজেলা থেকে জাকেরান, মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানগণ মাহফিলে শরীক হবেন।

কর্মসূচির মধ্যে রয়েছে : খতমে কুরআন, কেরাত, হামদনাত, ইসলামি গজল, দরূদ শরীফ, জিকিরে ইলাহি, জেয়ারত, হুজুরের জীবনী ভিত্তিক আলোচনা ও আখেরী মুনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাজী জরিফ আলী লিগ্যাল এইড সেন্টারের সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধড. ওয়াজেদ মিয়াকে ভোগ বিলাসের রাজনীতি স্পর্শ করতে পারেনি