হাটহাজারী থানার অন্তর্গত নজুমিয়া হাটস্থ শাহ সুফী আহম্মদ হোছাইন (র.) এর বার্ষিক ওরশ আজ সোমবার অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ অনুষ্ঠানে খ্যাতনামা ওলামায়ে কেরামগণ ওয়াজ নছিহত করবেন। এছাড়া ওরশের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তেলোয়াত, কেরাত, হামদ, নাত, ইসলামি গজল, দরুদ শরীফ, জেয়ারত, জিকির ও আখেরি মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।