আহলা চাইল্ড কেয়ার একাডেমিতে চক্ষু ক্যাম্প

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল এর সৌজন্যে এবং আহলা চাইল্ড কেয়ার একাডেমীর সার্বিক সহযোগিতায় ১৪ ডিসেম্বর রবিবার সকাল দশটা হতে এক চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত চক্ষু ক্যাম্পে স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবক ছাড়াও এলাকার বিভিন্ন বয়সের নারী পুরুষ সেবা নিতে আসেন।

উক্ত চক্ষু ক্যাম্পে চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের চক্ষু বিষেশজ্ঞ ও সার্জন ডা. ওমর ফারুক, বিশিষ্ট চক্ষু সার্জন ডা. মো. শফিকুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. মো. হোসাইনুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন আহলা চাইল্ড কেয়ার একাডেমীর সভাপতি কাউসার ফারুক, মুফিজুর রহমান, অধ্যক্ষ মো. খলিলুর রহমান, মোছাম্মৎ সাথী বেগম, ইয়াছমিন আক্তার, ইকবাল হোসেন, ডা. অরুন দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেডিও : স্মৃতির তরঙ্গে ভেসে থাকা এক যুগ
পরবর্তী নিবন্ধচুয়েট স্কুল অ্যান্ড কলেজে ‘মহাবিশ্ব এবং সৌরজগত’ নিয়ে অনুষ্ঠান