আহলা চাইল্ড কেয়ার একাডেমির রজতজয়ন্তী

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীর দাশের দীঘির পাড় আহলা চাইল্ড কেয়ার একাডেমির রজতজয়ন্তী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৮ ডিসেম্বর অধ্যক্ষ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শিক্ষক অমিত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষক নেতা মো. আমির হোসেন, আহলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জসীম উদ্দিন, ব্যাংক কলোনী স্কুলের সিনিয়র শিক্ষক সুরঞ্জন বড়ুয়া, শিক্ষক ও নাট্যকার তিলেশ পারিয়াল, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সোবহান, সঙ্গীতশিল্পী ও প্রধান শিক্ষক শংকর চক্রবর্ত্তী। বক্তারা শিক্ষা বিস্তারে এই স্কুলের গৌরব উজ্জ্বল ভূমিকা তুলে ধরেন। মেধা বৃত্তি, শিক্ষা বৃত্তিসহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তকন্ঠ ক্লাবের সদস্য সংগ্রহ শুরু
পরবর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় ওরিয়েন্টেশন