আহরণ উদ্যোগের ৩০ বছরে পদার্পণ উপলক্ষে আহরণ অনলাইন সভা গত ১৯ ডিসেম্বর চুয়েটের সাবেক ভিসি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য দেন আহরণের উপদেষ্টা চবির প্রাণিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. শফিক হায়দার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বুয়েটের প্রফেসর ড. ফারসীম মান্নান মোহাম্মদী। তিনি প্রাকৃতিক পরিবেশের সংকটের কথা তুলে ধরেন এবং সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
শুরুতে কবি গোলাম মোস্তফার প্রার্থনা কবিতা আবৃত্তি করা হয়। ৭ম শ্রেণির শিক্ষার্থী আকীদ ইকবাল হক তার সাম্প্রতিক বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা উপস্থাপন করে। আহরণ কণিকা পরিবেশন করে একাদশ বিজ্ঞানের শিক্ষার্থী দেবাঞ্জনা বড়ুয়া। অনুষ্ঠানের সঞ্চালক এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী মেহনূর শামীমা হক আহরণ প্রসঙ্গ ও ঘোষণাপত্র উপস্থাপন করেন। ৭ম শ্রেণির শিক্ষার্থী দেবোত্তম বড়ুয়া কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করে। ‘আমার পণ’ ও ‘বই পড়া’ বিষয়ে ছড়া পরিবেশন করে ৫ম শ্রেণির শিক্ষার্থী সামশিয়া বিনতে সাইফ। বক্তব্য দেন হালিশহর চকপেনসিল ইংলিশ স্কুলের প্রাক্তন শিক্ষক আশরাফুন্নেছা। পাঠক সভার আয়োজক ছিলেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. আসিফ ইকবাল। সভা প্রযোজনা করেন আহরণ উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।












