আহমেদাবাদে বিশ্বকাপ ম্যাচ খেলতে চায় না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৯ জুন, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আগামী ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদের ভেন্যুতে কোন ম্যাচ খেলবে না বলে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় মিডিয়া জানিয়েছে, ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদে কোন ম্যাচ খেলবে না বলে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিচকে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। পিসিবি সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আইসিসিকে স্পষ্ট করে শেঠি বলেছেন, বিশ্বকাপের ফাইনাল ছাড়া আহমেদাবাদে কোন ম্যাচ খেলবে না পাকিস্তান।

একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় মিডিয়া জানিয়েছে শেঠি, বার্কলে এবং অ্যালার্ডিচকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, একমাত্র নকআউট পর্ব বা ফাইনাল ম্যাচ না হলে আমদাবাদে খেলবে না পাকিস্তান। সূত্রটি আরও জানিয়েছে, শেঠি আইসিসিকে অনুরোধ করে বলেছেন, যদি আগামী অক্টোবর এবং নভেম্বরে বিশ্বকাপ খেলার জন্য সবুজ সঙ্কেত দেয় সরকার, তাহলে যেন পাকিস্তানের ম্যাচগুলো চেন্নাই, ব্যাঙ্গালুরু এবং কোলকাতায় দেয়া হয়। পাকিস্তানভারতের ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ভেন্যু নিয়ে আপত্তি আছে পিসিবির।

পিসিবি প্রধান শেঠির সাথে দেখা করতে গত সপ্তাহের শুরুতে লাহোরে গিয়েছিলেন আইসিসির একটি প্রতিনিধি দল। সেখান থেকে ফেরার পর খেলাধুলার জন্য পাকিস্তানকে নিরাপদ দেশ হিসেবে বর্ননা করেন প্রতিনিধি দলটি। এমনকি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য দেশটির সামর্থ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ বছর ভারতে অক্টোবরনভেম্বরে নির্ধারিত আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে বিসিসিআই এবং পিসিবির মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা পালনের চেষ্টা করে আইসিসি। এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফর করবে না ভারত। এ জন্য ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তানেরও না যাবার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষ দিকে এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্বান্ত হবে বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিডিএফএ’র একাডেমি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধমেসির সাথে ইন্টার মিয়ামিতে জুটি বাঁধছেন ডি মারিয়া