আহমদ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটে সামাজিক সংগঠন ফাহিম স্মৃতি সংসদ আয়োজিত আহমদ হোসেন স্মৃতি ২য় রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত ৯ মার্চ শনিবার রাতে টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান আশরাফ হিমেলের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক সেলিম উদ্দীনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শিরোপা অর্জন করে টিম ড্রিমার্স ও টুর্নামেন্ট সেরা হয় দিপু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, সমাজসেবক শওকত ইকবাল, মোহাম্মদ রাশেদ, আকবর আলী, ডা. ইসমাইল হোসেন আজাদ, মুহাম্মদ ওয়াহিদ, হেলাল উদ্দীন,মো. মাসুদ, আরিয়ান, মো. রানা।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চরণদ্বীপ একাদশ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধসীতাকুন্ডকে হারিয়ে দ্বিতীয় জয় রাইজিং স্টার জুনিয়রের