আহমদ হোসেন তারেক

| বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

কামালে ইশকে মুস্তফা (দ.) কমপ্লেক্স ট্রাস্টের সাবেক অর্থ সম্পাদক, নগরীর বন্দর টিলা নিবাসী মাওলানা নুরুল ইসলামের ২য় পূত্র আহমদ হোসেন তারেক গত ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬.৩০ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাত ১১ টায় বাকলিয়ায় কামালে ইশ্‌কে মুস্তফা (দ.) কমপ্লেক্স ময়দানে নামাযে জানাযা শেষে কমপ্লেক্স কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে কামালে ইশ্‌কে মুস্তফা (দ.) কমপ্লেক্স ট্রাস্টের চেয়ারম্যান ছৈয়দ মুহাম্মদ আনোয়ার হোছাইন (ম.জি.আ), কামালে ইশ্‌কে মুস্তফা (দ.) কমপ্লেক্স ট্রাস্ট পরিচালনা পরিষদ সভাপতি মুহাম্মদ শাহ্‌ আলম, সাধারণ সম্পাদক এম. কায়কোবাদ প্রমুখ গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএখন আর আপত্তি নেই সু চির অনুসারীদের
পরবর্তী নিবন্ধমো. সিরাজ-উদদৌল্লাহ