আহমদ হাসানের (র.) মাজার নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন

সাবেক মেয়র মনজুর আলমের উদ্যোগ

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ৯:৩৬ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম হযরত মনির উদ্দিন (.) বিশিষ্ট খলিফা অধ্যক্ষ পীরে কামেল আল্লামা আহমদ হাসানের (.) মাজার কমপ্লেক্স নিমাণ করে দিচ্ছেন।

গতকাল বাদে আছর আনোয়ারা উপজেলাধীন উত্তর পারুয়া পাড়া, চুন্নাপাড়া তাঁর মাজার নির্মাণ কাজের ফলক উন্মোচন করা হয়। সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ফলক উন্মোচন, পিলারে নির্মাণ সামগ্রী ঢেলে এবং মোনাজাতের মধ্য দিয়ে কামিল এ পীরের মাজার নির্মাণ কাজ উদ্বোধন করেন। সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে উক্ত মাজার নির্মাণ করে দিচ্ছেন। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সুধি সমাবেশে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, আল্লাহ তায়ালা প্রিয় রাসূল হযরত মোহাম্মদ (সা.) এর নির্দেশিত পথেই আমার মানবকর্ম। তিনি বলেন, আল্লাহর প্রিয় বান্দা আল্লামা আহমদ হাছান (.) মাজার নির্মাণের সুযোগ পাওয়াও আমি মনে করি আল্লাহর রহমত। সুধি সমাবেশে সভাপতিত্ব করেন আহমদ হাছানের (.) শাহাজাদা সালে আহমদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে হযরত আহমদ হাছানের (.) দ্বিতীয় শাহাজাদা হাফেজ নুরুচ্ছাফা, মাওলানা সৈয়্যদ ইউনুছ রজভী, সাবেক মেয়রের পুত্র এইচ এম স্টিলের পরিচালক মোহাম্মদ ফারুক আজম, বাদশা নুরুল ইসলাম, সিরাজুল মোস্তফা, মাওলানা রাশেদুল হক, মাওলানা জিয়াউল হক, মাওলানা মোহাম্মদ ইউনুছ, হাফেজ জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষার ফল প্রকাশিত
পরবর্তী নিবন্ধএকজন আলোকিত মানুষ ছিলেন ডা. ফজলুল আমীন