চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ড. আহমদ শরীফের জন্মশতবার্ষিকী স্মরণে ‘মা জন্ম দেয়, মাটি লালন করে তাই দেশের মাটিকে মাটির মতোই ভালোবাসতে হয়’ শীর্ষক সাহিত্য সন্ধ্যা গত ১৫ ফেব্রুয়ারি রাতে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।
এতে আলোচনা, গান ও আবৃত্তিতে অংশ নেন সংঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সহসভাপতি বিজয় শংকর চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক সুজিত কুমার দাশ, এস এম লিয়াকত হোসেন, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী, কবি আসিফ ইকবাল, হৃদয় দে, সাফাত বিন সানাউল্লাহ, সুমন চৌধুরী, প্রীতম আচার্য ও শিহাব রহমান।বক্তারা বলেন, মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে ড. আহমদ শরীফের গবেষণা এবং আবিষ্কার উভয় বাংলায় প্রণিধানযোগ্য। তিনি আবদুল করিম সাহিত্য বিশারদের যোগ্য উত্তরসুরি হিসেবে পুঁথিসাহিত্যের টিকা-ভাষ্য রচনা করেছেন। তিনি ছিলেন মানবতাবাদী এবং প্রথার বাইরে একজন অধ্যাপক ও মনীষী। তরুণ সমাজের বুদ্ধিভিত্তিক বিকাশে নিরলস লিখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।