‘আহমদ ছফার সাহিত্য ভাবনা ও রাষ্ট্রচিন্তা’ নিয়ে আলোচনা

| বৃহস্পতিবার , ৪ জুলাই, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

মৈনাক পাঠচক্রের আয়োজনে দেশের মানবতাবাদী লেখক, প্রগতিশীল সাহিত্যিক আহমদ ছফার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘আহমদ ছফার সাহিত্য ভাবনা ও রাষ্ট্রচিন্তা’ শীর্ষক আলোচনা সভা গত ৩০ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কবি ইউসুফ মুহম্মদ। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নূরুল ইসলাম। আলোচক ছিলেন লেখক সৈয়দ মঞ্জুর মোর্শেদ ও মুহাম্মদ হেলাল উদ্দিন।

বক্তারা বলেন, আহমদ ছফার সাহসী কলমে এদেশের রাষ্ট্র ও রাজনীতির নির্মম ও কঠিন সত্যগুলো উঠে এসেছে বারবার। অনেক ক্ষেত্রে তিনি এখনও প্রাসঙ্গিক। ছফার ‘সামপ্রতিক বিবেচনা : বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’, ‘মরণবিলাস’, ‘গাভী বৃত্তান্ত’ ও ‘বাঙালি মুসলমানের মন’ নিয়ে আলোচনা করেন বক্তারা।

প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের নানা প্রশ্ন ও জিজ্ঞাসার জবাব দেন আলোচকবৃন্দ। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন সোহরাব হোসেন শাওন, নাওয়ারা নবী, মেহেরুল হক আবীর ও তুষার চৌধুরী। সাংবাদিক মুমতাহিনা মাহির সঞ্চালনায় সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন মৈনাক পাঠচক্রের প্রধান সমন্বয়ক আবু হানিফ নোমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসির ১৯৪তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধনগরীর পাহাড়ে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক মাইকিং