বাংলাদেশি মার্কিন নাগরিক উত্তর নালাপাড়া নিবাসী আলহাজ্ব আহমদ কবির চৌধুরী (৯২) গুরুতর অসুস্থ হয়ে নিউইয়র্ক জ্যামাইকা হাসপাতালে চিকিৎসকাধীন অবস্থায় বাংলাদেশ সময় গতকাল সোমবার সকাল পৌনে ৬টায় ইন্তেকাল করে (ইন্নালিল্লাহি…রাজেউন)। নিউইয়র্কস্থ জ্যামাইকা মুসলিম সেন্টার চত্বরে নামাজে জানাজা শেষে তাকে লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিডাল পার্কে তার স্ত্রীর কবরের পাশে দাফন করার কথা রয়েছে। উল্লেখ্য তিনি পাঁচ পুত্র ও এক কণ্যা সন্তানের জনক।আহম্মদ কবির চৌধুরীর মৃত্যুতে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ এর চেয়ারপার্সন এডভোকেট এলিনা খান গভীর শোক প্রকাশ করেছেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।