আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হোসনেআরা-মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে নির্মাণাধীন গাউছুল আজম আহমদিয়া-রহমানিয়া জামে মসজিদ ও মিনার-এ-হযরত গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর নির্মাণ কাজের উদ্বোধন গতকাল শুক্রবার ফটিকছড়ি, মাইজভান্ডারী দরবার শরীফের সন্নিকটে আজিম নগর, রোশাংগিরি ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
শাহসুফী সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ও অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি।
স্বাগত বক্তব্য দেন, সাবেক মেয়র ও হোসনেআরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম. মনজুর আলম ও দিদারুল আলম এমপি।
প্রধান অতিথি বলেন, ইসলামের প্রচার ও প্রশারে মাইজভাণ্ডারী তরিকার গুরুত্ব অপরিসীম। এই তরিকা সকলের অনুধাবন করা একান্ত প্রয়োজন। এম মনজুর আলম বলেন, শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলামের প্রচারে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ-মক্তব আমরা নির্মাণ করছি। তারই ধারাবাহিকতায় ফটিকছড়ির রোশাংগিরিতে একটি দৃষ্টিনন্দন মসজিদ ও ২৫০ ফিট উচ্চতার একটি মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল আরেফিন, ফটিকছড়ি থানার অফিসার’স ইনচার্জ জাকির হোসেন মাহমুদ, সৈয়দ নজরুল হুদা, হোসনেআরা-মনজুর ট্রাস্টের নির্বাহী পরিচালক নিজামুল আলম রাজু, পরিচালক মোহাম্মদ সারোয়ার আলম, পরিচালক মোহাম্মদ ফারুক আজম, পরিচালক সাইফুল আলম, পরিচালক সাহিদুল আলম, উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, রোসাংগিরি ইউনিপ চেয়ারম্যান সৈয়দ শোয়েব আল সালেহীন, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর, সীতাকুন্ড পৌরসভার কাউন্সিলর, জুলফিকার আলী শামীম, দিারুল আলম এপোলো প্রমুখ। অনুষ্ঠানে দোয়া-মুনাজাত ও জুমার নামাজ পরিচালনা করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান। প্রেস বিজ্ঞপ্তি।