আহত ২ শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় দিবে চবি কর্তৃপক্ষ

শাটল ট্রেনে ছিনতাইকারীর হামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৭:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ছিনতাইকারীর হামলায় আহত বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় বহন করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারের সভাপতিত্বে উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এ ঘোষণা দেয় প্রশাসন। সভায় চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও রেলওয়ে প্রশাসনের সহযোগিতায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন ঘটনার সাথে জড়িত বলে আহতরা নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে ইতোমধ্যে শাটলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বহিরাগতদের শাটলে যাতায়াত বন্ধ করতে ইতোমধ্যে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের শাটলে যাতায়াত নিরাপদ করতে বিশ্ববিদ্যালয় প্রদত্ত আইডি কার্ড শিক্ষার্থীরা গলায় ঝুলিয়ে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশনা প্রদান করছে। উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে পুনরায় না ঘটে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং সতর্ক রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

একইসাথে এ ঘটনা যাতে কেউ ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে বা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে সে বিষয়ে শিক্ষার্থীদের সজাগ থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধনৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধসমুদ্র কোলে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যকে বিদায়