ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষাপ্রতিষ্ঠান।
চট্টগ্রাম মহানগরী জামায়াত : ঢাকার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। গত মঙ্গলবার ইসলামিক একাডেমি (বিআইএ) কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, এস এম লুৎফর রহমান।
উপস্থিত ছিলেন আবু হেনা মোস্তফা কামাল,হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, আমির হোসেন, ফখরে জাহান সিরাজী, মকবুল আহমদ, আহমেদ খালেদুল আনোয়ার, আবদুল হান্নান, মুহাম্মদ শহিদুল ইসলাম শহিদ প্রমুখ। সভাপতি বলেন, নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
দক্ষিণ জেলা জামায়াত : চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে উত্তরা মাইলস্টোন স্কুলে এন্ড বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, আ.ক.ম ফরিদুল আলম, নুরুল হক, মাওলানা আরেফে জামী, আরিফুর রশীদ প্রমুখ।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি : ইস্ট ডেল্টা ইস্ট ইউনিভার্সিটি (ইডিইউ) ক্যাম্পাসে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মাহফিলে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, যে কোন প্রাণহানি বেদনাদায়ক। কোমলমতি শিক্ষার্থীদের এভাবে হারানো জাতির জন্য এক অপূরনীয় ক্ষতি। তিনি নিহত শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সামস উদ্ দোহা, রেজিস্ট্রার, প্রক্টর ড. মো. আসাদুজ্জামান, ফিন্যান্স ডিরেক্টর খলিলুর রহমান, ডিরেক্টর এইচআর নাজিম উদ্দিন চৌধুরী, কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় : অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি সুলতান ইয়াছমিনসহ শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারি জুবায়ের হোসেন।
চট্টগ্রাম বন্দর কলেজ : চট্টগ্রাম বন্দর কলেজের স্মরণসভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মিতালী পালিত। শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্রাজেডির শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক দিলরুবা আকতার, প্রভাষক মো. হাবিবুর রহমান, আহমদ ইমরানুল আজিজ ও গাজী আকবর হোসেন। ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ জামশেদুর রহমান মাহির। মোনাজাত পরিচালনা করেন প্রভাষক আহমদ ইমরানুল আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীববিজ্ঞানের প্রদর্শক সাজেদা বেগম।
আনোয়ারা–কর্ণফুলী উপজেলা বিএনপি : আনোয়ারা প্রতিনিধি জানান, বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আনোয়ারা–কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দোয়া মাহফিল গত মঙ্গলবার বরুমচড়া রাস্তার মাথা জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। বিশেষ অতিথি ছিলেন এম মনজুর উদ্দিন চৌধুরী, মোজাম্মেল হক, মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, শফিউল আলম, জাকারিয়া চৌধুরী, আখতারুন্নবী চৌধুরী, সাইফুল ইসলাম, নাজিমুদ্দিন চৌধুরী, আলমগীর হোসেন, মো. ফরিদুল আলম চৌধুরী, নুর আলী, মো. ইউনুস চৌধুরী, জামাল, আহমদ নুর, লোকমান সওদাগর, এখলাস উদ্দিন, বজলু, মো. আনিছ চৌধুরী, ইকবার হোসেন শিপু, মো. মাসদুল আলম, মো. ইদ্রিস, ওসমান, আনোয়ার সওদাগর, নাজিম, নুরুল ইসলাম মেম্বার, ইমরান চৌধরী, আবু তাহের মো. শাহাজাহান প্রমুখ।
বাকলিয়া থানা বিএনপি : বাকলিয়া থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল গতকাল এয়ার আলী খান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথ ছিলেন থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইয়াকুব খান বাবু। থানা বিএনপি নেতা মোহাম্মদ জাহেদ হোসেনের সভাপতিত্বে মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন জায়েদ, আব্দুল কাদের, মুছা খান, মো. বাবু, আজাদ, বশর, হারুন, মো. কাওসার, কাওসার কোম্পানি, ইলিয়াস, জাহের কোম্পানি, শাহ আলম, জাহেদ, লিটন, হোসেন, মো. মহসিন, দেলু ও মনির।