কোথায় যেন পড়েছিলাম, ‘মানুষ একমাত্র প্রাণী যে অর্থ উপার্জন করে। কিন্তু তার অভাব কখনো শেষ হয় না।’ কী অসাধারণ একটা কথা। ধনী থেকে দরিদ্র সবারই টাকার ক্ষিধে, সবাই অপূর্ণ, সবাই অভাবগ্রস্ত। শতভাগ পরিপূর্ণ, শতভাগ সুখী, স্রষ্টার উপর পরিপূর্ণ সন্তুষ্ট, চাহিদা হীন মানুষ আজকের এই পৃথিবীতে সত্যিই বিরল। প্রতিটি মানুষই কী এক অজানা মোহে ছুটছে নিরন্তর। অর্থ, সম্পদ, সুনাম ও সেলিব্রিটি হবার মোহে কিছু মানুষ সারাক্ষণ নিজেদের মধ্যে যে অতৃপ্তিকে ধারণ করে দৌড়াচ্ছে তার শেষ কোথায় সেটা কারো জানা নেই। অলমোস্ট প্রতিটি মানুষই অতৃপ্ত, অসুখী। তাদের যা আছে তা যথেষ্ট নয়। আরও চাই, আরও চাই। সেই চির অতৃপ্ত মানুষদের জন্য আমার কিছু কথা।
রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, বিছানায় শুয়ে নিজেকে কিছু প্রশ্ন করবেন। এই যে আপনি পেট ভরে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে রিমোট নিয়ে টিভির চ্যানেল পাল্টাচ্ছেন। আপনার মাথার উপর ছাদ আছে। রুমে এসি/ফ্যান/কুলার আছে। বাসায় পর্যাপ্ত খাবার আছে। ওয়াটার ফিল্টারে নিরাপদ পানি আছে। আপনার নিরাপত্তার জন্য বাসার গেটে দারোয়ান আছে। স্ত্রী, পুত্র–কন্যা নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন আপনি।
অথচ আপনারই বয়সী হাজার হাজার মানুষ আছে, খেতে না পেয়ে অভুক্ত ঘুমিয়ে পড়েছে। একবেলা খাবারের জন্য, স্ত্রী, পুত্র–কন্যার একটা নিরাপদ আশ্রয়ের জন্য জীবনের ঝুঁকি নিয়ে মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দিচ্ছে। আপনি যখন পরিবারের সাথে, বন্ধুদের সাথে, প্রিয়জনদের সাথে কোয়ালিটি টাইম পাস করছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার আর হোয়াটসআপ এ আপনার সুখময় সময়ের ছবি আপলোড করছেন…ঠিক তখন আপনারই মত কেউ একজন হয়তো আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছে। কেউ হয়ত তার প্রিয়জনকে হারিয়েছে, কেউ জেলখানায় বন্দী আছে। কেউ সন্ত্রাসীর দ্বারা আক্রান্ত হয়েছে। কারো সন্তানের বড় কোনও বিপদ হয়েছে। কেউ হয়ত চাকরি হারিয়েছে, কেউ সিক বেডে শুয়ে আছে। অন্যদিকে আপনি একবার নিজের কথা ভাবুন। আপনি ভালো আছেন। সুস্থ আছেন। স্ত্রী, পুত্র–কন্যা নিয়ে নিরাপদে আছেন। মাথার উপর একটা ছাদ আছে। ঘরে খাবার আছে। কলে পানি আছে। পকেটে টাকা আছে। আপনি নিরাপদে আছেন। এবার আপনিই বলুন… এর চেয়ে বেশি কী চান আপনি! আর কী পেলে, কতোটা পেলে আপনার চাহিদা মিটবে! অথচ সৃষ্টিকর্তা আপনাকে দু’হাত ভরে উজাড় করে দিয়েছেন। কোটি কোটি মানুষের চেয়ে তিনি আপনাকে অনেক ভালো রেখেছেন। তাঁকে স্মরণ করুন। তাঁর প্রতি মাথানত করে কৃতজ্ঞতা প্রকাশ করুন। মনে রাখবেন, সৃষ্টিকর্তার চেয়ে আপনাকে বেশি ভালোবাসার ক্ষমতা অন্য কারো নেই।