আসুন, সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে তৈরি করি

লোহাগাড়ায় ইউএনও ওপেন বুক টেস্ট প্রতিযোগিতা

| রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৫:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দীন বলেছেন, নৈতিক শিক্ষার অভাবে আজকে ছাত্ররা শিক্ষকদের উপর নির্যাতন করছে। পত্রিকার পাতা আর সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব খবর আমাদের ব্যথিত করে। তাই আসুন সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলবার যেসব উপাদান সেসব দিয়ে সন্তানদের তৈরি করি, কোন অসুস্থ প্রতিযোগিতায় নয়।

গতকাল শনিবার বেলা ১১টায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পাবলিক হলে আয়োজিত লোহাগাড়ায় ইউএনও ওপেন বুক টেস্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা বৈধ কিংবা অবৈধভাবে প্রতিযোগিতায় তৈরী করেছি বলেই তারা আমাদের নিয়ে ভাবছেনা। তারা ভাবছে তাদের স্ত্রী সন্তানদের নিয়ে। তাই বৃদ্ধাশ্রমে নয় নিজ সন্তানদের সাথে যাতে পিতামাতার স্থান হয় সে শিক্ষায় সন্তানদের তৈরি করতে হবে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে অনুষ্টিত পুরস্কার বিতরণী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম। অনুষ্টানে বক্তব্য রাখেন দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, বড়হাতিয়া মিশকাতুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাছির উদ্দীন, ছাত্র অভিভাবক বিচিত্রা বালা দেবী প্রমুখ। অনুষ্টানে উপজেলা পর্যায়ে ১ম স্থান বিজয়ীদের মাঝে ল্যাপটপসহ ১১জন বিজয়ী ও ইউনিয়ন পর্যায়ের ৭৮জন বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেগুনবাগান তা’লীমুল কোরআন কমপ্লেক্সের সেমিনার
পরবর্তী নিবন্ধমহান মে দিবস পালনে শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা