শীতের প্রকোপ দিন দিন বাড়ছেই। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে পথের শিশু, বৃদ্ধ ও বাসস্থানহীন মানুষরা ভয়াবহ শীতে কাঁপছে। হিমেল বাতাস আর কনকনে ঠাণ্ডায় তাদের নিত্যদিনের জীবন হয়ে উঠেছে চরম দুর্বিষহ।
এই শীতের আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়ছে অনেক মানুষ। বিশেষ করে আশ্রয়হীনদের মধ্যে জ্বর, সর্দি ও কাশির মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। পর্যাপ্ত উষ্ণ পোশাক ও নিরাপদ আশ্রয়ের অভাবে তারা প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।
মানবিকতার তাগিদে এখনই আমাদের এগিয়ে আসা প্রয়োজন। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি বিনীত অনুরোধ শীতার্ত মানুষদের পাশে দাঁড়ান। আপনার একটি উষ্ণ কাপড়, একটি কম্বল কিংবা সামান্য সহযোগিতাই কারও জন্য হয়ে উঠতে পারে বাঁচার আশ্রয়।
আসুন, আমরা সবাই মিলে মানবতার হাত বাড়াই। শীতের এই কঠিন সময়ে শীতার্ত মানুষের খোঁজ নিই, তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা করি। কারণ মানবতার জয়েই হোক শীতের পরাজয়।
আজমাইন ইকতিকার শাফি
শিক্ষার্থী,
বাকলিয়া সরকারি কলেজ।









