আসুন মানুষ হই

মুহাম্মদ জামাল উদ্দীন খোরশেদ | বুধবার , ২৭ নভেম্বর, ২০২৪ at ৫:৫৬ পূর্বাহ্ণ

মাঝে মধ্যে তর্ক করা ভালো, সব জায়গায় মানিয়ে না নিয়ে নিজের অধিকারের কথা কোথাও কোথাও মনে করিয়ে দেওয়া ভালো, তার মানে অন্য কে তিরস্কার করা বা নিজের সম্মান বিলিয়ে দিয়ে নয়।

নিজেকে আগে মূল্যয়ান করতে হবে তারপর অন্যের কাছ থেকে আশা করা যায়। কখনো কখনো স্বার্থপর হওয়া ভালো, মুখের উপর না বলতে শেখা ভালো। তাই বলে হিটলারের ভূমিকাই নিজেকে আত্মপ্রকাশ করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। সমাজে থাকতে গেলে অনেক অসম্ভবই সম্ভাবনার দুয়ার খোলে দেয়। তখন সমাজ যা চাই তাই বলতে হয়। ঝুঁকে থাকা যেখানে বন্ধুত্বের নয় বরং আপনার দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়ায়, সেখানে মাথা উঁচু রাখাই ভালো।

যেখানে ৩৪ জন মানুষের ভূমিকা ভিন্ন ভিন্ন হয়। কথারই অমিল পাওয়া যায় সেখানে ১ জন কে ভিলেন বানিয়ে অন্যদের নায়কের ভূমিকায় রাখা বুদ্ধিমত্তার পরিচয় দেয় না। সমাজে কিছু লোক আছে যারা সবার সাথে ভালো থাকতে চায়। আসলে আমাদের যে সমাজ একজন মানুষ সবার জন্য ভালো হয় না। যদি কেউ ভাবে আপনার মাথায় হাত বুলিয়ে কাজ করিয়ে নেওয়া যাবে, তবে তার ভুল ধারণা ভেয়ে দেওয়া ভালো। এখন ভুল ভাঙতে যদি গোটা সমাজকে হেয় করেন সেটা একান্ত নিজের দুর্বলতা ছাড়া কিছুই নয়।

অনেক মানুষ আছে নিজেকে সহজ সরলভাবে কেউ বা আবার অন্যকে সহজ সরল উপাধি দিয়ে দেয়। আসলে সহজ সরলটা এতোই সহজ সরল! সহজ থাকা ভালো, সরল থাকাও ভালো, তবে জায়গা বুঝে, মানুষ বুঝে, ভুল জায়গায় সহজ সরল হয়ে থাকলে, নিজের জীবনটাই জটিল হয়ে যায়। তখন স্বাভাবিক সবকিছু অস্বাভাবিক মনে হয়। নিজে কিনা একজন সম্মানিত মানুষ সেটা বুঝার ও সক্ষমতা চলে যায়। যার ফলে আত্মসম্মানবোধ বলতে আর কিছু থাকে না।

তখন সবাই মনে করে এই সমাজে আমি অজ্ঞ। তাই আশে পাশের মানুষ গুলোকে চিনতে শিখুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন।

পূর্ববর্তী নিবন্ধছিন্নমূল মানুষদের পুনর্বাসন চাই
পরবর্তী নিবন্ধপ্রকৃতির সান্নিধ্যে