ছুটির দিনে শহর থেকে দূরে পাহাড় কিংবা সাগরে অবকাশ যাপনের জন্য আমরা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশ শরীর মনে সবুজের আবেশ ছড়িয়ে এক অপরূপ স্নিগ্ধতার আবহ সৃষ্টি করে! কর্মব্যস্ততার ফাঁকে দলগতভাবে ভ্রমণ যেমন মস্তিকে সতেজ করে তেমনি নতুন উদ্দীপনার কাজ করার স্পৃহাও বাড়িয়ে তোলে। এই প্রকৃতিতে আমরা কতটুকু সজীবতা ধরে রাখতে পেরেছি বলতে পারেন? কোথাও গেলে চিপসের প্যাকেট কিংবা প্লাস্টিকের বোতল কিংবা ফেলে রাখা বিরিয়ানির প্যাকেট ফেলে নিজেরা ভ্রমণের আনন্দ পাই ঠিকই কিন্তু পরবর্তী ভ্রমণপিপাসু মানুষের জন্য রেখে যাই একগুচ্ছ অপরিচ্ছন্ন স্মৃতি! ভ্রমণের সময়গুলো হোক সুখকর ও প্রাকৃতিকভাবে স্বাচ্ছন্দ্যময়! প্লাস্টিক কিংবা ব্যবহৃত জিনিস যদি নির্দিষ্ট স্থানে ফেলি তবে নিজেদের পাশাপাশি পরের জন্যেও ভ্রমণ সুখকর হয়! পরিবেশের সৌন্দর্য্য রক্ষায় অন্তত এতোটুকু দায়িত্ব পালন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব! আপনার গৃহের পরিবেশ যেমন আপনি অপরিষ্কার রাখতে চান না ঠিক তেমনি নিজের দেশের সুন্দর ভ্রমণের স্থানগুলোকেও রক্ষা করা ও পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য! একজন করেও যদি পরিচ্ছন্নতা বজায় রাখার চর্চা শুরু করি তবে আমাদের দেশের শুধু ভ্রমণের স্থানগুলোতেও নয় আশেপাশের ভ্রাম্যমান খাবারের দোকান গুলোতেও যদি এ উদ্যোগ নেওয়া শুরু করি, আমরা অচিরেই পরিবেশ বাঁচাতে সক্ষম হবো! আসুন সকলের মাঝে সচেতনা গড়ে তুলি, সবার আগে নিজে সচেতন হই! ভ্রমণ হোক পরিচ্ছন্ন ও সুখকর!