দৈনন্দিন জীবনে আমরা কত রকমের ফল খেয়ে থাকি, তার ইয়ত্তা নেই। কিছু কিছু ফলের বীজ আমাদের নিজের জায়গায়, রাস্তার পাশে, সরকারি জমি, পতিত জমি, নদী বা খালের পাড় বা জলাশয়ের ধারে, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের চারপাশে লাগানো প্রয়োজন। এছাড়া আমরা বারান্দা বা ছাদ বাগানের টবে এসব বীজ থেকে চারা গজিয়ে উল্লিখিত জায়গায় লাগাতে পারি কিংবা কাউকে উপহার হিসেবে দিতে পারি। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি দেশীয় ফলের জাত বাঁচিয়ে রাখা সহজ হবে। গাছ লাগানো সাদকায়ে জারিয়া, অত্যন্ত সওয়াবের কাজ। আসুন, এই বর্ষায় প্রত্যেকে অন্তত একটি করে ফলজ গাছ লাগাই।