আসুন আহত প্রতিবন্ধীর পাশে দাঁড়াই

| রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:৪৫ পূর্বাহ্ণ

গত ১৯ অক্টোবর সড়ক দুর্ঘটনায় রাউজানের উরকিরচর মাইশকরম গ্রামের মুন্সী বাড়ির প্রতিবন্ধী এস এম মাহাবুবুল আলম মারাত্মকভাবে আহত হয়ে এক পা হারিয়ে ফেলে। চিকিৎসকের পরামর্শে ব্যয়বহুল প্লাস্টিক সার্জারি করতে ৫ থেকে ৬ লক্ষ টাকার প্রয়োজন। সমাজের বিত্তবানদের প্রতি এগিয়ে আসার আহ্বান করেছেন তার ভাই। সাহায্য পাঠানোর ঠিকানা- এস এম মোরশেদুল আলম, ০১৮৬০৩৩৩৮৪৩ (বিকাশ), এসবি অ্যাকাউন্ট নং- মিউচয়াল ট্রাস্ট ব্যাংক, সিএন্ডবি কালুরঘাট শাখা,
০৭৭০৩১০০১৬৯৪২। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআব্দুল হাকিম মাইজভাণ্ডারী ছিলেন মানবদরদী
পরবর্তী নিবন্ধপ্রয়াত ১০ আ.লীগ নেতাকে শ্রদ্ধায় স্মরণ রেজাউলের