আসিয়া খাতুন হেফজখানা ও এতিমখানার দস্তারবন্দী জলসা

| রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ছোটপুল ব্রিকফিল্ড রোডে অবস্থিত আসিয়া খাতুন হেফজখানা ও এতিমখানার হেফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সালানা দস্তারবন্দী জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় বায়তুল জান্নাত জামে মসজিদের সেক্রেটারি জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত দস্তারবন্দী জলসায় প্রধান অতিথি হিসেবে

 

উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ডা. মোহাম্মদ ইলিয়াছ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাস্টার হুমায়ুন কবির। প্রধান ওয়ায়েজ ছিলেন বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মোজাফফর

আহমদ। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন টিপু। এতে আরো বক্তব্য রাখেন মাসুদুল কবির, মনজুরুল আলম প্রমুখ।

নুর আহমদ, মাসুদ পারভেজ, মাওলানা আবুল হোসেন, হায়দার আলী, ইমতিয়াজ মোরশেদ চৌধুরী, প্রফেসর মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ইমরান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আবুল তাহের, মনির আহমদ লেদু, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মোহাম্মদ সালাহ উদ্দিন ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অর্থসহ কুরআন তেলাওয়াত করা হয়। প্রতিষ্ঠানের ছাত্র মুশফিক আহমদ আবীরের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ আজগর আলী
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় মালেক শাহের ওরশ আজ