সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘ক্লোজআপ ওয়ান-২০০৬’র মৌলিক রাউন্ডে গায়ক কিশোরের জীবনের প্রথম মৌলিক গানটি লিখেছিলেন গীতিকবি আসিফ ইকবাল। এরপর লিখেছেন তার প্রথম একক অ্যালবামেও। আবারও তারা একত্রিত হলেন। তৈরি হলো নতুন গান-‘সবটা জুড়ে তুমি’। তবে এবারের কাজটি ভিন্ন। কারণ আসিফ ইকবালের লেখা গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কিশোর প্রথমবারের মতো তা সুর করলেন। কিশোর বললেন, গত ছয় মাসে আমি ও আসিফ ভাই কাজ করেছি প্রায় ১৫টি গানের। এরমধ্যেই আমার আবদার ছিল, আমার এমন একটা গান চাই যেটা শুনে মানুষ আমাকে নতুনভাবে পাবে।
গান নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, দুজন খুঁতখুঁতে মানুষ একসাথে প্রায় পাঁচটি গান করার পর এর ভেতর থেকে ‘সবটা জুড়ে তুমি’কে নির্বাচন করাও ছিল কঠিন। পরবর্তী সময়ে আসিফ ভাই বললেন, যেহেতু তোর সুর করা গান তুই নিজেই সংগীত করিস, এই গানটার ভিন্নতার জন্য আমি সাজিদ সরকারকে দিয়ে করাতে চাই।
আর তাতে বিনা বাক্যে রাজি হয়ে গেলাম। জানা যায়, ইতোমধ্যে হয়েছে এর ভিডিও নির্মাণও। দারুণ রোমান্টিক ও চমৎকার কনসেপ্টে এটি পরিচালনা করেছেন রোহিত রায়হান সৈকত। আর ভিডিওটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানিম রহমান অংশু। পর্দায় কিশোরের পাশাপাশি মূল চরিত্রে কাজ করেছেন অর্ণব অন্তু ও এন্নি। জানা যায়, শিগগিরই গানচিল মিউজিকের ইউটিউবে ভিডিওটি প্রকাশিত হবে। আর বাংলাদেশসহ বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং সাইটগুলোতে গানটির অডিও ভার্সন ইতোমধ্যেই অবমুক্ত হয়েছে।