আসামীদের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে বাদী

সংবাদ সম্মেলনে অভিযোগ

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ২১ মে, ২০২১ at ৩:১৭ অপরাহ্ণ

সাতকানিয়ায় আসামীদের হুমকিতে অসুস্থ স্বামী-সন্তানদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন শ্লীলতাহানি ও মারধরের শিকার হওয়া এক মামলার বাদী।
উপজেলার এওচিয়া ইউনিয়নের মধ্য এওচিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাতকানিয়ার কেরানীহাটে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন মামলার বাদী ডেইজি শীল।
লিখিত বক্তব্যে এওচিয়ার ৫নং ওয়ার্ডের মধ্য এওচিয়া শীল পাড়ার রতন শীলের স্ত্রী ডেইজি শীল বলেন, “আমার স্বামীর এবং একই এলাকার সুমন শীলদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে সুমন শীল ও তার লোকজন প্রতিনিয়ত আমাদেরকে মারধরের হুমকি দিতো। ফলে নিরুপায় হয়ে আমি সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে সুমন শীল ও তার লোকজন আমাকে মারধর ও শ্লীলতাহানি করে।”
এ ঘটনায় ডেইজি শীল বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়ের করার পর থেকে তারা আরো বেশি ক্ষিপ্ত উঠে। মামলা প্রত্যাহার না করলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ফলে তিনি অসুস্থ স্বামী ও সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এমনকি আসামীদের ভয়ে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে সাতকানিয়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা তাপস কান্তি মিত্র জানান, এ মামলায় দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধ‘এমনিতেই’ ৩৩৩ নম্বরে ফোন করে এখন খাদ্য দিতে হচ্ছে ১শ পরিবারকে
পরবর্তী নিবন্ধকলসি দিঘীর পাড়ে ফ্যানে ঝুলে ব্যবসায়ীর আত্মহত্যা