আসামির মাস্ক পরা নিশ্চিত করতে নির্দেশ আদালতের

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

মহামারী যে চলছে তা বুঝার উপায় নেই। চায়ের দোকান থেকে চেম্বার এমনকি প্রসিকিউশন রুম থেকে আদালত কক্ষ; কোর্ট হিলের সর্বত্রই মাস্কহীন মানুষ ও আসামির সংখ্যা দৃশ্যমান। বিষয়টি নজরে পড়েছে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলমের কাছেও। একটি মাদক মামলার শুনানির সময় আসামির মাস্ক পরা নিশ্চিত করতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের একটি সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, মমতাজ মিয়া নামের এক আসামি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজিরা দিতে আসেন। তখন তার মুখে মাস্ক ছিল না। বিষয়টি বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলমের নজরে আসে। একপর্যায়ে তিনি মাস্ক কেন পরেনি তা জানতে চান এবং নির্দেশনা জারি করেন। নির্দেশনায় উল্লেখ করা হয়, ‘আসামির মুখে মাস্ক নেই। অথচ মহামারী করোনা চলমান। বিষয়টি মেনে নেয়া যায় না। এটি খুবই ঝুঁকিপূর্ণ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কারাগারের তত্ত্বাবধায়ককে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হলো।’ উল্লেখ্য, করোনা মহামারী শুরুর পর থেকে আদালতের কার্যক্রম সময় সময় বন্ধ ছিল। ন্যায় বিচারের স্বার্থে মাঝে মাঝে ভার্চুয়াল কোর্ট চালু করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসংসদ সদস্য প্রফেসর ড. মাসুদা এম রশীদ চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধগঙ্গা থেকে পদ্মায় আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ