আসামির তথ্যে টিনের চালে মিলল দেশীয় এলজি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পুলিশ অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে এক যুবককে আটক করেন। আটককৃতের তথ্যানুযায়ী আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডবলমুরিং থানার কর্ণফুলী মার্কেট সংলগ্ন সারিয়াপাড়া বরফকল এলাকার একটি টিনশেড ঘরে চালা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। আটককৃত যুবকের নাম ইউসুফ শান্ত (২৪)। তিনি ওই টিনশেড ঘরেই থাকতেন। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বলেন, শান্ত নামে এক যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা একটি দেশীয় তৈরি এলজি অস্ত্র উদ্ধার করেছি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ২০১৪৫ পরিবার পাচ্ছে টিসিবির ভোগ্যপণ্য
পরবর্তী নিবন্ধঐকমত্য কমিশনের কাজ শুরু শনিবার