আনোয়ারায় দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দিন (১৮) হত্যাকাণ্ডের ৪ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে সহপাঠীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সদরের জয়কালী বাজারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন আসিকুর রহমান, মো. মনছুর, তুহিন, আরাফাত হোসেন, ওয়ালিদ, মো. রুবেল, মো. হাসনাইন, ইফতেকার হোসেন ও মো. মোরশেদ।
স্মারকলিপি গ্রহণকালে আনোয়ারা থানার ওসি (তদন্ত) ছৈয়দ ওমর জানান, হত্যাকাণ্ডের পর থেকে পুলিশের একাধিক টিম বিভিন্ন জাগায় অভিযান অব্যাহত রেখেছে। আশা করছি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব।










